নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও অসচ্ছল সাড়ে পাঁচ’শ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) এ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন হয়ে চলবে শনিবার (২৩ মে) পর্যন্ত। এ দম্পতি পৌরসভার মশাঘুনি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুর রহমানের ছেলে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাসুদ ও তার সহধর্মিনী রোজিয়া সুলতানা চামেলী। তাদের নিজস্ব অর্থায়নে মহামারী করোনা ভাইরাসে লকডাউনে ঘরবন্দি থাকা চায়ের দোকানি, বারবারসপ (নাপিত), বাস-মিনিবাস,পরিবহন শ্রমিক ও মসজিদের ঈমাম- মোয়াজ্জিনদের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, দুধ, কিসমিস ও শিশুখাদ্য বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,আমাদা আদর্শ কলেজের প্রভাষক রূপক মুখার্জি, মার্কেন্টাইল সিকিউরিটি ব্যাংক খুলনা শাখার ব্যবস্থাপক এ টি এম সালাহউদ্দিন, শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার (এ ইউ ই ও) শেখ চঞ্চল মাহমুদ, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম, সমাজসেবক ইকতিয়ার রহমান, শিপলু, ডলার, ওবায়দুর, বাশার, মেহেদী, বালাম, নাবিদুল ও গনমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। উল্লেখ্য: করোনার প্রারম্ভে লকডাউনে ঘরে থাকা লোহাগড়া পৌর এলাকার ৯টি ওয়ার্ডের আট’শ অসচ্ছল পরিবারের মাঝে ৮কেজি করে চাল বিতরণ করেছেন এ দম্পতি ।
Be the first to comment on "লোহাগড়ায় ফের সাড়ে পাঁচ’শ অসচ্ছল পরিবারের পাশে ‘মাসুদ দম্পতি’"