রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার রায়গ্রামে মাঠে ধান আনতে গিয়ে বজ্রপাতে একজন স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত অয়ন রায় (১৪) ওই গ্রামের রণজিৎ রায়ের ছেলে ও স্থানীয় আরকেকে জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার (২৭মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামের রণজিৎ রায় ও তার দুই ছেলে অয়ন ও চয়ন রায়কে নিয়ে মাঠে কাটা ধান আনতে যায়। এ সময় বজ্রপাতে অয়ন রায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। বজ্রপাতে অয়নের বাবা রণজিৎ ও তার ভাই চয়ন আহত হয়। নিহত অয়নের শেষকৃত্যানুষ্ঠান বুধবার দুপুরে কাঞ্চনপুর মহাশ্বশানে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Be the first to comment on "লোহাগড়ায় বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু"