নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় ঈদ পুর্নমিলনী ও মাদক বিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে রামপুর ও দাসেরডাঙ্গা গ্রামের বন্ধু মহলের উদ্যোগে গত শনিবার রামপুর নিরিবিলি পিকনিক স্পট এলাকা থেকে একটি মাদক বিরোধী র্যালি বের হয়। র্যালিটি লোহাগড়া পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরিষিৎ বিশ্বাস, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড খুলনা শাখার হেড অফ ব্র্যাঞ্চ এ টি এম সালাউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান ও যুবলীগ নেতা শেখ ছদরউদ্দিন শামীম প্রমুখ। রাতে খুলনা ও যশোর থেকে আগত শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
Be the first to comment on "লোহাগড়ায় বন্ধু মহলের মাদক বিরোধী কনসার্ট"