লোহাগড়ায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন এমএম রাশেদ হাসান

নিউজ ডেস্ক॥ লোহাগড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি (চেয়ারম্যান) হিসেবে নির্বাচিত হলেন তরুন রাজনীতিক এম এম রাশেদ হাসান।
এম এম রাশেদ হাসান লোহাগড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের খলিশাখালি গ্রামের মরহুম গোলাম রসূলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (চেয়ারম্যান) পদে কোন প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় গত ১১ জানুয়ারী এম এম রাশেদ হাসানকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিটির সভাপতি আব্দুর রহমান। আগামী ১৫ ফেব্রুয়ারী সাধারণ সভা এবং শপথ গ্রহনের মাধ্যমে নব-নির্বাচিত চেয়ারম্যান তার দায়িত্বভার গ্রহন করবেন। বাকি পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো: চাঁন মিয়া, সদস্য আল ইমরান শেখ, ফকির আজাদ, শেখ আকরাম হোসেন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
এ দিকে বিআরডিবি’র চেয়ারম্যান হিসেবে এম এম রাশেদ হাসান নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও নন্দিত ক্রিকেটার মাশরাফি-বিন মর্তুজা, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামান মোল্যা, সাধারন সম্পাদক জাকির হোসেনসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন এমএম রাশেদ হাসান"

Leave a comment

Your email address will not be published.


*