নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় বিদ্যুত স্পৃষ্টে আকছিদুল শেখ (২১) নামে এক কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। শনিবার (৪সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুর ইউনিয়নের বাবরা গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকায় লক্ষীপাশা পল্লী বিদ্যুতের জোনাল অফিসের কথিত ঠিকাদার ও বাবরা গ্রামের উতারউদ্দিন শেখের ছেলে তুফান শেখ তাকে কাজে নেয়। বাবরা গ্রামের মোফাজ্জল খন্দকারের ছেলে আশরাফ খন্দকারের বাড়ির ১২০ ফুট একটি অতিরিক্ত সার্ভিস তার অপসারন করার জন্য বিদ্যুত পিলারে উঠে বিদ্যুত স্পৃষ্ট হয়। আকছিদুল লোহাগড়া সরকারী আদর্শ কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। সে উপজেলার শুলটিয়া গ্রামের সেলিম শেখের ছেলে।
পল্লী বিদ্যুতের লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম তারিকুল ইসলাম বলেন, তুফান তাদের তালিকাভূক্ত ঠিকাদার নন। সে হয়তো কোন অবৈধ কাজ করছিলেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়া থানার ওসি (ভারপ্রাপ্ত) হরিদাস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় বিদ্যুত স্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু"