নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ১৫ জুয়াড়িকে বুধবার (১৯ জুলাই) গভীর রাতে আটক করেছে। এ সময় জুয়া খেলার ৫৭ হাজার ৫০২ টাকা, গাজা ও ইয়াবা, হেরোইন খাওয়ার সরঞ্জাম এবং বিপুল পরিমান ডন তাস উদ্ধার করা হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম পিপিএম জানান, বৈশাখী আবাসিক হোটেল থেকে নয় জুয়াড়ি এবং টাইটানিক ক্লাব থেকে ছয় জুয়াড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতরা হলেন-বৈশাখী আবাসিক হোটেলের মালিক লোহাগড়া উপজেলা যুবলীগের সদস্য আসলাম উদ্দিন ঠান্ডু, লোহাগড়া সরদারপাড়ার বিষু কর্মকার, মদিনাপাড়ার মিরাজ শেখ (কসাই), পোদ্দারপাড়ার ইকরাম শেখ, লোহাগড়া কলেজপাড়ার উজ্জ্বল হোসেন, খায়রুজ্জামান, আজিম শেখ, গৌরচন্দ্র সাহা, তেলকাড়া গ্রামের নান্টু শিকদার, চাঁচই গ্রামের শওকত হোসেন, জয়পুর গ্রামের শেখ কামাল হোসেন, বাহিরপাড়া গ্রামের আসলাম শেখ, পারমল্লিকপুর গ্রামের রবিউল ইসলাম, মঙ্গলহাটা গ্রামের বাবুল হোসেন উজ্জ্বল ও ধোপাদাহ গ্রামের রবিউল ইসলাম। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় বৈশাখী হোটেলে পুলিশি অভিযান ১৫ জুয়াড়ি আটক"