নিউজ ডেস্ক ॥ অপরাধ নিয়ন্ত্রন ও যাত্রীসেবার মানোন্নয়নে পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্দ্যেগে নড়াইলের লোহাগড়ায় ৭৫জন ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের এ্যাফরোণ ড্রেস বিতরণ করা হয়েছে।জানা গেছে, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা চৌরাস্তা থেকে প্রতিদিন আন্তত ৭৫টি ভাড়ায় চালিত মোটরসাইকেল দির্ঘদিন ধরে বিভিন্ন রুটে দিবা-রাত্রে যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করে আসছে। চালকদের জীবনমান, শৃংখলা, অপরাধ নিয়ন্ত্রন ও যাত্রীসেবার মানোন্নয়নে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিনের নির্দ্দেশে শনিবার (৪জানুয়ারী) সকাল ১১টায় লক্ষীপাশা চৌরাস্তায় বিশেষ লগোযুক্ত এ্যাফরোণ ড্রেস বিতরণ করা হয়। লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামান উপস্থিত থেকে এ ড্রেস বিতরণ করেন। এসময় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা উপস্থিত ছিলেন। চালকদের সড়ক আইন মেনে চলার জন্য কঠোর নির্দেশ দেয় ওই পুলিশ কর্মকর্তা। পৌর শহরের মশাঘুনী গ্রামের ভাড়ায় মোটরসাইকেল চালক ওমর শেখ, লক্ষীপাশা গ্রামের দিলীপ সাহা , গোপীনাথপুর গ্রামের হাফিজ মুন্সি তাদের প্রতিক্রিয়ায় বলেন, ড্রেসকোড পেয়ে আমরা খুশি। অপরাধ নিয়ন্ত্রন ও যাত্রীসেবার মাননিয়ন্ত্রনে পুলিশের নির্দেশ অনুযায়ী কাজ করবো। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লোহাগড়া পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া, লোহাগড়া উপজেলা সড়ক সম্পাদক মশিয়ার রহমান, সময় নিয়ন্ত্রক জিহাদ খান, নড়াইল বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ন-সম্পাদক মিজানুর রহমান মিন্টু, মোটর সাইকেল সমিতির সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক আব্দুর গফ্ফার, কোষাধ্যক্ষ বাহার সরদার উকিল, প্রমুখ।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে ইজিবাইক ও জেএসএ চালকদের এ ড্রেসকোডের আওতায় আনা হবে।
Be the first to comment on "লোহাগড়ায় ভাড়ায় বাইক চালকের এ্যাফরোণ ড্রেস বিতরণ"