সাইফুল ইসলাম সুমন, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ী গ্রামের প্রতিবাদী এক যুবককে সোমবার (১১ ডিসেম্বর) রাতে কুপিয়ে তার চার হাত-পায়ের রগ কর্তন করেছে একদল সন্ত্রাসী। রাতেই আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী গ্রামের পশ্চিমপাড়ার জাকির হোসেনের ছেলে প্রতিবাদী যুবক আশিক হোসেন ডিউক (২৪) দিঘলিয়া হাজী ফিলিং ষ্টেশন থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে কুমড়ী পশ্চিমপাড়ায় তার বাড়ির নিকট পৌঁছালে পূর্ব শত্রুতার জের ধরে ওৎ পেতে থাকা ছোটন, লালন, পারভেজ, লেলিন ও আশিকের নেতৃত্বে ১০/১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র ছ্যান ও রাম দা দিয়ে কুপিয়ে তার হাত ও পায়ের রগ কর্তন করে গুরুতর আহত করে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতাল এবং অবস্থার অবনতি হওয়ায় রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত রক্ত ক্ষরণে ওই যুবকের অবস্থা আশংকাজনক। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "লোহাগড়ায় যুবকের হাত ও পায়ের রগ কর্তন"