নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় স্কুল শিক্ষার্থীকে হাতুড়ি পেটার ঘটনায় সেই আলোচিত বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বখাটে গ্রেফতারের ঘটনায় লাহুড়িয়া এলাকার অভিভাবক মহলে স্বস্তি নেমে এসেছে।
প্রযুক্তির সাহায্যে ইন্সপেক্টর মনিরুল ইসলাম, এসআই মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিক্ষার্থীকে হাতুড়ি পেটার ঘটনায় আলোচিত বখাটে ওবায়দুর রহমানকে চট্টগ্রামের ষোল শহর এলাকার একটি বস্তি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ওবায়দুর লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ার আজমল হোসেন’র ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৫ মে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মূল বখাটেকে গ্রেফতারের নির্দেশ দেন। ওই দিন দুপুরেই পুলিশ অভিযান চালিয়ে আলোচিত বখাটে ওবায়দুরের অন্যতম সহযোগী কাবুল (২১) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। কাবুল দ্বীননাথপাড়ার হালিম মোল্যার ছেলে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা লিয়াকত মোল্যা বাদী হয়ে গত ২৫ মে রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আলোচিত বখাটে ওবায়দুর পালিয়ে যায়। পুলিশ সুপারের নির্দেশে লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেব দাস ও আতিকুজ্জামানের নেতৃত্বে একটি দল গত সোমবার রাতে প্রযুক্তির সাহায্যে চট্টগ্রামের ষোল শহর এলাকার একটি বস্তি থেকে তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচিত বখাটে ওবায়দুর গ্রেফতার হওয়ায় লাহুড়িয়া এলাকার অভিভাবক মহলে স্বস্তি নেমে এসেছে।
Be the first to comment on "লোহাগড়ায় শিক্ষার্থীকে হাতুড়ি পেটা’ বখাটে চট্টগ্রামে আটক"