নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় বই উৎসবে ২০২০ শিক্ষা বর্ষের সাড়ে তিন লক্ষ শিক্ষার্থীদের হাতে বুধবার (১লা জানুয়ারী) সকালে একযোগে বিনা মূল্যের এই নতুন বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী বই উৎসবে উপজেলার মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসাসহ প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। লক্ষীপাশা আরএল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে বুধবার সকাল ১১টায় লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান ও সহকারী শিক্ষা অফিসার চৌধুরী আজিজুর রহমান উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, লক্ষীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ তাদের স্বস্ব নির্বাচনী এলাকার বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন। লক্ষীপাশা আরএল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গিয়াস উদ্দিন ভূইয়া, অভিভাবক সভাপতি শাহজাহান সাজু, সদস্য এস এম ইব্রাহিম হোসেন, প্রধান শিক্ষক সামছুন্নাহার ও সৌদি প্রবাসী কাজী ইমরান হোসেন, প্রমুখ।
লোহাগড়া উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সুুত্রে জানা গেছে, এবছর উপজেলার সাড়ে ৩ লক্ষ শিক্ষার্থীদের হাতে ৫ লক্ষ ৫১ হাজার ৩’শ ৫০টি নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই সকাল থেকে উপজলার একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ১৬৪টি প্রাথমিক বিদ্যালয়, ৩৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩টি এবতেদায়ী মাদ্রাসা, ১৬টি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ও ২০টি কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের ৩ লাখ ৬২ হাজার ৮’শ ৫৮ জন শিক্ষার্থীর মাঝে বিনা মূল্যের এই বই বিতরণ করা হয়েছে।
Be the first to comment on "লোহাগড়ায় বই উৎসবে সাড়ে তিন লাখ শিক্ষার্থী"