নিউজ ডেস্ক ॥ লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহফুজুল ইসলাম মন্নুর বড় ভাই ও দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক রুহোল আমীন (বিলায়েত) বুধবার (২৭ডিসেম্বর) রাতে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ওই রাতেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আউড়িয়া ইউপির চেয়ারম্যান মোঃ পলাশ মোল্যা,নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম,লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম,সাবেক মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মদ নজরুল ঠাকুর,নড়াইল-লোহাগড়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
লোহাগড়ায় সাংবাদিক ইউনিয়নের সভাপতির ভাইয়ের মৃত্যু

Be the first to comment on "লোহাগড়ায় সাংবাদিক ইউনিয়নের সভাপতির ভাইয়ের মৃত্যু"