শিরোনাম

লোহাগড়ায় সাম্প্রতিক বিষয় নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

লোহাগড়ায় সাম্প্রতিক বিষয় নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়

নিউজ ডেস্ক ॥ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক,শিক্ষক এবং ধর্মীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সমন্বয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় লোহাগড়া থানার হলরুমে সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীপাশা কওমী মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মুফতী মিরাজুল হক,লোহাগড়া উপজেলা হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মৃত্যুঞ্জয় কুমার দাস, ঈমাম পরিষদের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ,মতুয়া পরিষদের সভাপতি পরিক্ষিত শিকদার, লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান, পৌর কাউন্সিলর গিয়াসউদ্দিন ভূইয়া, প্রেসক্লাবে সহসভাপতি বিপ্লব রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ আমিনুর রহমান, প্রমুখ। সভায় বক্তারা বর্তমান পেক্ষাপটে ইসলাম ধর্মের পবিত্র কুরআন শরীফ অবমাননা ও হিন্দু ধর্মের মন্দিরে ভাংচুর ও আগুন দেওয়ার তীব্র নিন্দা জানিয়ে এহেন ঘটনা যেন আর না ঘটে এ বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ ও সম্পীতি বজায় রাখার আহবান জানান।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় লোহাগড়ার বিভিন্ন মসজিদের ইমাম ও পুজা মন্ডপের সভাপতি সম্পাদক, শিক্ষকসহ হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দরা অংশ নেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সাম্প্রতিক বিষয় নিয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়"

Leave a comment

Your email address will not be published.


*