নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে প্রায় ১১ শতাধিক অস্বচ্ছল ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষুধ ও চশমা প্রদান করেছেন। সোমবার (১০ জানুয়ারী) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল নাজমুন্নাহার (পিএসসি)।
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহনরত যশোর ৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যগনও আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই অংশ হিসেবে নড়াইলের লোহাগড়ায় বিনামূল্যে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এতে সেনাবাহিনীর চারজন মেজর ও একজন কর্ণেল পদমর্যাদার বিশেষজ্ঞ চিকিৎসক দল সকাল ৯ টা থেকে দিন ব্যাপি প্রায় এগার’শ বিভিন্ন ধরণের রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা প্রদান করেন।
চিকিৎসা কার্যক্রম চলা কালে সেনাবাহিনীর যশোর অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দসহ নড়াইলের পুলিশ সুপার প্রবীর রায় (পিপিএম বার) ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Be the first to comment on "সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা"