শিরোনাম

লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটার প্রধান আসামি ওবায়দুর কারাগারে

লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটার প্রধান আসামি ওবায়দুর কারাগারে

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটা ঘটনার প্রধান আসামী ওবায়দুর রহমান (২০) কে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। ওবায়দুরের বাড়ি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায়।
এর আগে বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় প্রধান আসামী ওবায়দুর রহমানকে। ওবায়দুর সাংবাদিকদের সামনে স্বীকার করে বলেন, ‘আমি তাকে উত্যক্ত করি, এ অভিযোগ বিভিন্নজনের কাছে প্রকাশ করার কারনে ক্ষিপ্ত হয়ে হাতুড়িপেটা করেছে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরফুদ্দীনের তত্ত্বাবধানে লাহুড়িয়া তদন্ত্র কেন্দ্রের ইন্সপেক্টর মনিরুল ইসলাম,লোহাগড়া থানার এসআই আতিকুজ্জামান ও মিল্টন কুমার দেব দাসের সমন্ময়ে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল প্রয়োগ করে গত সোমবার রাতে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে ওবায়দুরকে গ্রেফতার করেন। একই এলাকার ভাড়ায় মোটর সাইকেল চালক সুজনের সহযোগীতায় গত শনিবার ভোরে ওই ছাত্রীর ওপর ওবায়দুর ও তার সহযোগী কাবুল হামলা চালায়। শনিবার ওবায়দুর ও কাবুলের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর বাবা। কাবুলকে ওই দিন দুপুরেই গ্রেফতার করা হয়। হামলার শিকার ওই ছাত্রী বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), সংবাদ সম্মেলনে বলেন, ‘খুব দ্রুততম সময়ে দক্ষতার সঙ্গে এ ঘটনার প্রধান ও মূল আসামী গ্রেফতার হওয়ায় পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) নড়াইলের পুলিশ বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। এই রমজান ও গরমের মধ্যে নিদ্রাহীন রাত জেগে, অনেক কষ্ট করে পুলিশের দলটি গ্রেফতার অভিযান সফল করেছে, অভিযানে অংশগ্রহনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় স্কুলছাত্রীকে হাতুড়িপেটার প্রধান আসামি ওবায়দুর কারাগারে"

Leave a comment

Your email address will not be published.


*