শিরোনাম

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪

লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছে। আহতদের যশোর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,গতকাল রবিবার দুপুরে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের মধুমতি ইটভাটা এলাকায় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কাশিয়ানী উপজেলার তারাইল গ্রামের রোমেন,বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা গ্রামের মুজিবর রহমান ও বাদল, নড়াইল সদরের কাজী আশরাফ,যশোরের কাশিপুর এলাকার মেহেদী হাসান গুরুত্বর আহত হয়। আহতদের প্রথমে লোহাগড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে যশোর সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে রোমেন মারা যায়। লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন জানান, আহত পাঁচজনের মধ্যে চারজনের অবস্থায়ই গুরুত্বর ছিলো। লোহাগড়া থানার অফিসার ইনচার্র্জা আলমগীর হোসেন বলেন,আহতদের যশোর ও খুলনায় নেওয়ার পথে একজন নিহত হয়েছে, অন্যদের অবস্থা ভাল না। তবে মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-৪"

Leave a comment

Your email address will not be published.


*