নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া থানা পুলিশ ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সদর আলী @ সাগর মোল্যাকে সোমবার (২৭ জানুয়ারী) সকাল এগারোটার দিকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত সদর আলী উপজেলার জয়পুর ইউনিয়নের ছাগল ছেড়া গ্রামের মৃত জব্দুল মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান সংগীয় ফোর্স নিয়ে সোমবার সকালে উপজেলার কামঠানা গ্রামে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার জি আর মামলা ৪৮/১৩ মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী সদর আলীকে গ্রেফতার করেছেন। ফরিদপুর জেলার জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালতের বিচারিক হাকিম দন্ডবিধির ৩২৪ ধারায় তাকে দোষী সাবস্থ করে তার অনুপস্থিতিতে ৩ বছরের কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সদর আলী সাগর মোল্যা দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মকালে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
Be the first to comment on "লোহাগড়ায় ৩বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার"