নিউজ ডেস্ক॥ লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে নড়াইলের লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন অপর্ণা রানী বিশ্বাস। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বাছাই করেছে।
অপর্ণা উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক। তার বাড়ি উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্মাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শহীদুর রহমান জানান, পাঠদান দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, সহশিক্ষা কার্যক্রমে দক্ষতা ও তথ্যপ্রযুক্তির দক্ষতাসহ নানা বিষয় বিবেচনা করে অপর্ণাকে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।
লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক অপর্ণা

Be the first to comment on "লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক অপর্ণা"