শিরোনাম

লোহাগড়া পৌর নির্বাচনে ৪৯ জনের মনোনয়ন সংগ্রহ

লোহাগড়া পৌর নির্বাচনে ৪৯ জনের মনোনয়ন সংগ্রহ

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মেয়র পদসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে এ পর্যন্ত ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার মো:জসীমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেয়র পদে ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-রোজিয়া সুলতানা চামেলী ও বর্তমান মেয়র আশরাফুল আলম। এছাড়াও সাধারণ ওর্য়াড কাউন্সিলর পদে ৩৬ জন, ও সংরক্ষিত মহিলা ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তিনি আরও জানান এখনো অনেক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন নাই। আগামী ৯ অক্টোবর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দানের শেষ দিন। সব ঠিক থাকলে আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌরসভায় ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এখানে মোট ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ জন এবং নারী ভোটার ১২হাজার ১৬০ জন। ১১টি ভোট কেন্দ্রে ৭১টি ভোট কক্ষ রয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপলি দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিস্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ভোটগ্রহণ ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়া পৌর নির্বাচনে ৪৯ জনের মনোনয়ন সংগ্রহ"

Leave a comment

Your email address will not be published.


*