শিরোনাম

লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

লোহাগড়া বাজার বণিক সমিতি নির্বাচন সম্পন্ন

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৬ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সেলিম রেজা’র সার্বিক তত্বাবধানে নির্বাচন কমিশন (ইসি’র) দায়ীত্ব পালন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, লোহাগড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা পুজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু অজয় কান্তি মজুমদার, লোহাগড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এ্যাড: আব্দুস সালাম খান, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সৈয়দ মশিউর রহমান, প্রিজাইডিং অফিসার উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের অক্লান্ত পরিশ্রমে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ১৪০২, প্রাপ্ত ভোট ১৩৩৯ ।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে  এসএম শরীফুল আলম (চেয়ার) ৭৪৭ ভোট ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (হাঁস) ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। সহ-সভাপতি ৪টি পদে খোকন সরদার, বিশ্বজিৎ সরকার, মাসুদুর রহমান ও নজরুল ইসলাম নিবার্চিত হয়েছে। সহ-সম্পাদক পদে ২টিতে এসএম নিজামউদ্দিন তুষার ও টিপু মোল্যা নির্বাচিত হয়েছে। অর্থ সম্পাদক পদে ইকবল হোসেন, এবং ৮টি নির্বাহী সদস্য পদে আকিদুল মল্লিক, ইমরান শেখ, খায়রুল ইসলাম, মনিরুল ইসলাম, মিলন শিকদার, সুবোল বিশ্বাস, ত্বপন সাহা ও হিমায়েত মোল্যা নির্বাচিত হয়েছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*