শিরোনাম

শনিবার মিলতে পারে বৃষ্টির দেখা

নিউজ ডেস্ক: অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে। বৃষ্টির দেখা মিলতে পারে শনিবার। ওয়েদার.কমের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার থেকে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। অন্যদিকে বিবিসির আবহাওয়া আপডেটে দেওয়া তথ্য অনুযায়ী রবিবার রাত থেকে ঢাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া রাজশাহী বিভাগে চলমান তীব্র তাপপ্রবাহ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাইজদি কোর্ট, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

basic-bank

Be the first to comment on "শনিবার মিলতে পারে বৃষ্টির দেখা"

Leave a comment

Your email address will not be published.


*