নিউজ ডেস্ক: শেক্সপিয়রের নাটক নিয়ে পরীক্ষা নিরীক্ষা নতুন নয়। নানান পরিচালকের হাত ধরে নানান সময়ে নানান এক্সপেরিমেন্টের সাক্ষী থেকেছেন নাট্য প্রাঙ্গন বা মঞ্চ। এ বার নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে সম্পূর্ণ নগ্ন হয়ে ১১ জন অভিনেত্রী অভিনয় করলেন শেক্সপিয়রের ‘দ্য টেমপেস্ট’ নাটকে।
শরীর সম্পর্কে সবরকমের সংস্কার থেকে বেরনোর ডাক ছিল এই কাজে। এই ভাবনার সঙ্গে শেক্সপিয়রের যোগসূত্র স্থাপনের অভিনব প্রয়াস দেখা গিয়েছে এই নাটকের অভিনয়ে। খোলা আকাশের নীচে অভিনয় হয়েছে এ নাটকের। মোট ১১ জন অভিনেত্রী নগ্ন হয়ে অভিনয় করেছেন।
Be the first to comment on "শরীরী সংস্কার ভেঙে ১১ নারীর নগ্ন অভিনয় শেক্সপিয়রের নাটকে"