নিজস্ব প্রতিবেদক : সন্ত্রাস, গুপ্তহত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১৪ দল আয়োজিত এক প্রতিরোধ সমাবেশ আজ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দুপুর থেকে এ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একাধিক প্রবেশপথে মেটাল ডিটেক্টর আর্চওয়ে বসানো হচ্ছে। তল্লাশি করে তবেই সমাবেশস্থলে প্রবেশ করতে দেয়া হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত থাকবেন বলে তারা জানান।
Be the first to comment on "শহীদ মিনারে নিরাপত্তা জোরদার"