নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী মো. শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিষয়ে রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক (আর্গুমেন্ট) শেষ হয়েছে। মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় যে কোন দিন রায় ঘোষণা করা হবে বলে সিএভি (অপেক্ষামান) ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
মামলায় পাঁচ আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ও তার সহোদর ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ গ্রেফতার হয়েছেন। মামলাল অপর আসামি গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছেন।
গতকাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় যুক্তিতর্ক পেশ করা হয়। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।
রাষ্ট্রপক্ষ ৭টি অভিযোগে তাদের যুক্তি উপস্থাপন শেষ করেন। অন্যদিকে, একইদিনে আসামিপক্ষও তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। আজ সোমবার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষনার জন্য মামলাটি সিএভি করা হয়।

Be the first to comment on "শামসুদ্দিনসহ ৫ জনের বিরুদ্ধে রায় যে কোনো দিন"