শিরোনাম

শিকলে বাঁধা মাদরাসা ছাত্র উদ্ধার : আটক ২

নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়ার মাদরাসায় শিকল দিয়ে বেঁধে রাখা শিশু আবুজারকে উদ্ধার করেছে পুলিশ। এসময় আবুজারের বাবা ও মাদরাসা সুপারকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলো, শিশু আবুজারের বাবা বাঘারপাড়া উপজেলার সদুল্লাপুর গ্রামের বাসিন্দা আবদুল আলীম ও সদুল্লাপুর দড়িলাকুড়ে হাফিজিয়া মাদরাসার সুপার জাহাঙ্গীর আলম। নির্যাতনের শিকার শিশুটি শিকল পড়া অবস্থায় তিনদিন আগে মাগুরায় উদ্ধার হওয়ার পর উচ্চ আদালত রুল জারি করায় এ দুইজনকে আটক করা হলো।

পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে আবুজারকে তার বাবা আবদুল আলীম বাঘারপাড়ার সদুল্লাপুর দড়িলাকুড়ে হাফিজিয়া মাদরাসার ভর্তি করেন। কিন্তু সেখানে পড়তে না চাওয়ায় মাদরাসার সুপার জাহাঙ্গীর আলম তাকে প্রায়ই নির্যাতন করতেন। এসব কারণে মাঝে মধ্যেই মাদরাসা থেকে পালিয়ে যাওয়ায় বাবার সহযোগীতায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

গত ১৭ এপ্রিল রাতে শেকল বাঁধা অবস্থায় শিশুটি মাদরাসা থেকে পালিয়ে যায়। ওই দিন গভীররাতে মাগুরা থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে থানায় সোপর্দ করে। পরে তাকে বাঘারপাড়া থানায় পাঠানো হয়।

বিষয়টি নজরে আসলে ২০ এপ্রিল উচ্চ আদালত থেকে ‘কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না’ তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়। একই সঙ্গে নির্যাতিত শিশুটির উপযুক্ত চিকিৎসার নির্দেশ দেয়া হয়। উচ্চ আদালতের এ নির্দেশনার পর বৃহস্পতিবার বাঘারপাড়া পুলিশ আবুজারের বাবা আবদুল আলীম ও মাদরাসা সুপার জাহাঙ্গীর আলমকে আটক করে।

বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছয়রুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল আলীমকে তার বাড়ি থেকে এবং জাহাঙ্গীর আলমকে মাদরাসা থেকে আটক করা হয়েছে।

basic-bank

1 Comment on "শিকলে বাঁধা মাদরাসা ছাত্র উদ্ধার : আটক ২"

  1. Nice news

Leave a comment

Your email address will not be published.


*