শিরোনাম

শিববাড়ির জোড়া বিস্ফোরণ: আসামি অজ্ঞাতনামা, সন্দেহে জঙ্গি

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমায় জঙ্গিবিরোধী অভিযানের মধ্যে জোড়া বিস্ফোরণে হতাহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নগর পুলিশের মোগলাবাজার খানার এসআই শিপলু চৌধুরী বাদী হয়ে সোমবার ভোর রাতে এই মামলা দায়ের করেন। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। আসামির কোনো সংখ্যা এজাহারে উল্লেখ করা হয়নি। আমরা গতকালই কাজ শুরু করেছি।

গত বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ সুরমার শিববাড়িতে আতিয়া মহল নামের একটি পাঁচ তলা ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে পুলিশ। শনিবার সকালে সেখানে শুরু হয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অপারেশন টোয়াইলাইট। ওইদিন কমান্ডোরা বাড়ির ভেতরে আটকে পড়া ৭৮ জনকে উদ্ধার করে আনেন। সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করার পরপরই কাছের পাঠানপাড়ায় বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের শব্দ শুনে অভিযানস্থল থেকে পুলিশ ও র‌্যাব সদস্যরা সেখানে ছুটে যান। শিববাড়ির মূল সড়ক থেকে ওই জঙ্গি আস্তানার দিকে যে রাস্তাটি গেছে, তার কাছেই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

ওই জোড়া বিস্ফোরণে দুই পুলিশসহ ছয়জন নিহত হন। র‌্যাবের গোয়েন্দাপ্রধানসহ ৩০ থেকে ৩৫ জন আহত হন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। বাইরের ওই বিস্ফোরণ ঠিক কীভাবে ঘটেছে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো বিবরণ পাওয়া যায়নি। তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রুকন উদ্দিন আহমদ বলেছেন, এটা জঙ্গিদের কাজ বলেই তারা মনে করছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শিববাড়ির জোড়া বিস্ফোরণ: আসামি অজ্ঞাতনামা, সন্দেহে জঙ্গি"

Leave a comment

Your email address will not be published.


*