নিউজ ডেস্ক : নাব্য সংকটে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বিঘিœত হচ্ছে। সোমবার ভোর রাত ৪ টা থেকে এই রুটে রো রো ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। সীমিত আকারে ফেরি সার্ভিস সচল রাখা হয়েছে। ৪টি কে টাইপ, ৫টি ডাম্প ও ছোট আকারের ২টি ফেরি চলছে এখন। উভয় পারে আটকা পড়েছে তিন শতাধীক গাড়ি। বৈরি আবহাওয়া ও উত্তাল পদ্মায় যাত্রীরা পড়েছে বিপাকে।
এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম শাহ নেওয়াজ খালেদ জানান, এই রুটের লৌহজং টার্নিংয়ে চ্যানেলে নাব্য সংকট সৃষ্টি হলে বিআইডব্লিউটিএ গত ১৫ দিন ধরে ড্রেজিং চালাচ্ছে। এখনও ড্রেজিং চলছে। তারপরও চ্যানেলের স্বভাবিকতা ফিরে আসেনি। এখন বাধ্য হয়ে রো রো ফেরি বন্ধ রাখা হয়েছে। অন্য ফেরিগুলোও দিয়ে সার্ভিস সচল রাখা হয়েছে। তবে যে কোন সময় এই ফেরিগুলোও আটকে যেতে পারে। তিনি আরও জানান, যে ফেরিগুলো চলছে এগুলো দিয়ে সাধারণত ট্রাক পার করা হতো। ছোট গাড়ি, বাস ও অন্যান্য যানবাহন মূলত রো রো ফেরি দিয়েই পার করা হয়। রো রো ফেরি বন্ধ রাখতে হওয়ায় যান পারাপার মারাতœক ব্যাহত হচ্ছে। বহরের ১৭টি ফেরির মধ্যে সোমবার চলছে ১১টি ফেরি।
Be the first to comment on "শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুট নাব্য সংকট ॥ রো রো ফেরি বন্ধ"