শিল্পের খোঁজে মিউনিখ পাড়ি মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক : সিঙ্গাপুর, লন্ডনের পর লগ্নির খোঁজে এ বার জার্মানি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবে বাণিজ্য প্রতিনিধি দল। তবে জার্মানির মিউনিখ সফরের আগে ভ্যাটিক্যান সিটিতে মাদার টেরিজাকে সন্ত ঘোষণার বিশেষ অনুষ্ঠানেও থাকবেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রীর এই সফরসূচি জানান রাজ্যের শিল্প তথা অর্থমন্ত্রী অমিত মিত্র।

তাঁর কথায়, ‘‘মুখ্যমন্ত্রীর সফরের খবরে জার্মানিতে উন্মাদনা তৈরি হয়েছে। সে দেশের বণিকসভাগুলি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। মিউনিখ শহরে লগ্নি-আহ্বানের সভাটিও হবে চমকপ্রদ।’’

নবান্নের খবর, মুখ্যমন্ত্রী ২ সেপ্টেম্বর রোমে পৌঁছবেন। ৪ সেপ্টেম্বর মাদারকে সন্ত ঘোষণার অনুষ্ঠানে সামিল হবেন তিনি। সেখানে তাঁর সঙ্গে থাকবেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর প্রধানসচিব গৌতম সান্যালও ভ্যাটিক্যানে উপস্থিত থাকবেন। ওই দিনই মুখ্যমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেবেন রোমের মেয়র ভার্জিনিয়া রাগ্গি।

৫ সেপ্টেম্বর রোম থেকে জার্মানির মিউনিখ যাবেন মুখ্যমন্ত্রী। শিল্পমন্ত্রী জানান, কলকাতার মেয়র তথা পরিবেশমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, কয়েক জন আমলা, একটি বাণিজ্য প্রতিনিধি দল এবং তিনি নিজে সরাসরি মিউনিখ যাবেন।

কেন মিউনিখ— তার ব্যাখ্যা দিয়ে অমিতবাবু জানান, জার্মানির উৎপাদন শিল্পের সব চেয়ে বড় কেন্দ্র মিউনিখ। জার্মানির নামকরা সব ক’টি গাড়ি তৈরির সংস্থার সদর দফতরও ওই শহরে। রাজ্য যে হেতু গাড়ি শিল্প বা উৎপাদন শিল্পে বিনিয়োগ পেতে আগ্রহী, তাই মিউনিখকেই বেছে নেওয়া হয়েছে।

নবান্নের খবর, ৭ সেপ্টেম্বর মিউনিখের কোনও পাঁচতারা হোটেলে বসবে লগ্নি টানার আসর। সেখানকার বণিকসভাগুলির সঙ্গে যৌথ ভাবে হবে এই সম্মেলন। সম্ভাব্য লগ্নি প্রস্তাবগুলি নিয়ে পরের দিন বৈঠক করবেন অর্থমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা ৯ সেপ্টেম্বর।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শিল্পের খোঁজে মিউনিখ পাড়ি মুখ্যমন্ত্রীর"

Leave a comment

Your email address will not be published.


*