নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে ভুয়া কাগজপত্রসহ একটি বিএমউব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। দারুস সালামের এক বাড়িতে বিলাসবহুল ওই গাড়িটি পাওয়া যায় বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক এইচএম শরিফুল হাসান জানিয়েছেন।
তিনি বলেন, “১৬/১ নম্বর বাসার গ্যারেজ থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির মালিক ফরিউদ্দিন জানান, তার পরিচিত এক ব্যবসায়ী গাড়িটি তার গ্যারেজে রাখেন। “গাড়িটির নম্বর প্লেটসহ অন্যান্য কাগজপত্র ভূয়া।” কারনেট সুবিধা অপব্যবহার করে শুল্ক কর ফাঁকি দিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ওই গাড়িটি ব্যবহার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
Be the first to comment on "শুল্ক ফাঁকি, বিএমডব্লিউ জব্দ"