নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের আজীবন সভাপতি হিসেবে থাকার দাবি জানাচ্ছেন সম্মেলনে অংশ নেওয়া কাউন্সিলররা। আজ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে অধিবেশনের বক্তব্যে এ দাবি উত্থাপন করছেন তারা।
এজন্য প্রয়োজনে গঠনতন্ত্র সংশোধন করে বিশেষ বিধান রাখার দাবিও জানিয়েছেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কেও আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নতুন কমিটিতে সম্মানজনক পদে রাখার দাবি জানাচ্ছেন তারা।
এর আগে শনিবার সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশনেও শেখ হাসিনাকে আজীবন সভাপতি রাখার প্রস্তাবটি করেছিলেন তৃণমূলের কাউন্সিলররা।
Be the first to comment on "শেখ হাসিনাকে দলের আজীবন সভাপতি রাখার দাবি"