শিরোনাম

শেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

নিউজ ডেস্ক : শেরপুরের ঝিনাইগাতীতে স্বামী সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়াকে হত্যার দায়ে আছমা আক্তার ওরফে আছমা (১৯) নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় দেন। সাজাপ্রাপ্ত আছমা আক্তার ওরফে আছমা ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রামেরকুড় গ্রামের সৈয়দুর রহমান ওরফে ফজু মিয়াকে ২০১৪ সালের ২৯ জুলাই রাতে নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় স্ত্রী আছমা আক্তার ওরফে আছমা তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। স্থানীয় প্রতবেশীরা আছমাকে আটক করে পুলিশে দেন। ওই ঘটনায় নিহতের প্রথম পক্ষের ছেলে হারুন রশিদ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর স্ত্রী আছমা আক্তার ওরফে আছমাকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিচারিক প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে আদালত আছমা আক্তার ওরফে আছমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলাটি আসামিপক্ষে স্টেট ডিফেন্স করেন অ্যাডভোকেট আবুজর গিফারি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শেরপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*