নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহের পাশে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী জাহিদুল হক ওরফে তানিমের (২৪) বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার রাতে কিশোরগঞ্জ ১ নম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আব্দুর সালাম আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেন। এছাড়া মামলার এজাহারভুক্ত অপর আসামী শরীফুল ইসলাম ওরফে শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলামকে (২২) চিকিৎসা শেষে দ্রুত আদালতে হাজির করার জন্য র্যাবকে নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মোরশেদ জামান ওইদিন রাতে কঠোর গোপনীয়তায় আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার আসামী শরীফুল ইসলাম বর্তমানে র্যাবের পাহারায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর জাহিদুল ইসলাম কিশোরগঞ্জ সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এরা দু’জন জেএমবির সদস্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোরশেদ জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রসঙ্গত: শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় উপরোক্ত দুই আসামীসহ আরো কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসীর বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। রবিবার বিকেলে কিশোরগঞ্জ মডেল থানায় পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সামসুদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
Be the first to comment on "শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় ১০ দিনের রিমাণ্ডে জাহিদুল"