সংখ্যায় জেনে নিন রিও অলিম্পিক গেমসকে

নিউজ ডেস্ক : ৫ আগস্ট ব্রাজিলের রিও ডি জেনেইরোয় শুরু হচ্ছে এবারের অলিম্পিক। সেই সাথে দক্ষিণ আমেরিকায় প্রথমবারের মতো বসতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর। সেই আসরের কিছু চোখ কাড়া পরিসংখ্যান জেনে নিন সংখ্যায় সংখ্যায়: ১৭,০০০– অলিম্পিকে অংশ নিতে যাওয়া অ্যাথলেট ও কর্মকর্তার সংখ্যা।
৭৮,০০০– মারাকানা স্টেডিয়ামে দর্শক সঙ্কুলান সংখ্যা। অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ওখানেই হবে।
২০৬– ৫ থেকে ২১ আগস্টের অলিম্পিক গেমসে অংশ নিতে যাওয়া দেশের সংখ্যা।
১– প্রথমবারের মতো উদ্বাস্তু একটি দল অলিম্পিকের ব্যানারে অংশ নিতে যাচ্ছে।
৭.৫ মিলিয়ন– বিক্রিযোগ্য টিকিটের সংখ্যা।
১০ মাইল– আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম। অলিম্পিকের প্রস্তুতিতে তৈরি হয়েছে।
৪– অলিম্পিকের ৪টি জোন। যেখানে খেলা চলবে। অলিম্পিক পার্ক, কোপাকাবানা বিচ, মারাকানা ও অলিম্পিক স্টেডিয়াম।
২৫,০০০– অলিম্পিক কাভার করতে যাওয়া সাংবাদিকের সংখ্যা।
৫০০,০০০– অলিম্পিক উপলক্ষ্যে ভ্রমণ করতে ব্রাজিলে যেতে পারে এমন পর্যটকের আনুমানিক সংখ্যা।
৬১– ৬১ শতাংশ রিও বসবাসকারী সাম্প্রতিক জরিপে বলেছেন, অলিম্পিক হবে অসাধারণ। বাকি ২৭ শতাংশ খুব বাজে কিছুর আশঙ্কা করেছেন।
৩১– অলিম্পিক ভিলেজে গড়া টাওয়ার। সেখানে ৩,৬০৪টি অ্যাপার্টমেন্ট আছে। গেমসের পর যা বিক্রি করে দেওয়া হবে।
৬০,০০০– অলিম্পিক ভিলেজের বিশাল ডাইনিং হলে রোজ এই পরিমান সংখ্যার খাবার পরিবেশন করা হবে।
৮০,০০০– অলিম্পিক ভিলেজের চেয়ার সংখ্যা।
৪০০– অলিম্পিকের ফুটবল আসরে এই সংখ্যার ফুটবল ব্যবহৃত হতে পারে বলে আশা করা যাচ্ছে।
০– ফুটবলের পরাশক্তি ব্রাজিলের অলিম্পিক ফুটবলে জেতা পদক সংখ্যা।
১১২- অলিম্পিকে শেষবার গলফ খেলা হয়েছিল এতগুলো বছর আগে।
২– অলিম্পিকের উদ্বোধণী অনুষ্ঠানে থাকতে পারেন ব্রাজিলের দুই প্রেসিডেন্ট! দিলমা রুসেফকে বরখাস্ত করা হয়েছে। আর মিচেল তেমার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।
৪৫০,০০০– প্রায় ১১,০০০ অ্যাথলেটের ব্যবহারের জন্য জমা করা কনডোমের সংখ্যা। প্রত্যেক অ্যাথলেট ৪১টি করে কনডোম পাবেন। দিনের হিসেবে রোজ ২টি করে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সংখ্যায় জেনে নিন রিও অলিম্পিক গেমসকে"

Leave a comment

Your email address will not be published.


*