শিরোনাম

সংরক্ষিত আসনে অন্য যাত্রী বসা বন্ধে আইন হচ্ছে

নিউজ ডেস্ক: গণপরিবহনের সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসানো যাবে না- এমন বিধান যুক্ত করে নতুন সড়ক পরিবহন আইন করা হচ্ছে বলে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।

রোববার সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী বলেন, “গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিকরণের লক্ষ্যে ঢাকা মহানগরীতে প্রতিটি মিনিবাসে ৬টি ও বড় বাসে ৯টি আসন মহিলা, শিশু ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আছে।

“এছাড়া প্রণয়ানাধীন সড়ক পরিবগহন আইন-২০১৬ তে উক্ত সংরক্ষিত আসনে কোনো যাত্রীকে বসানো যাবে না বা বসার অনুমতি দেওয়া যাবে না মর্মে একটি  উপধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিআরটিসির সব বাসে ১৩টি সংরক্ষিত আসন রয়েছে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, দেশে বর্তমানে রেজিস্ট্রেশনকৃত ২৫ লাখ ৭৪ হাজার ৫৪৮টি যানবাহন রয়েছে। এর মধ্যে কার দুই লাখ ৯৫ হাজার ৯৪০টি, মাইক্রোবাস ৮৭ হাজার ৭৬৫টি, মটরসাইকেল ১৪ লাখ ৭৫ হাজার ৯২৬টি, বাস ৩৭ হাজার ১৪৪টি, ট্রাক এক লাখ ১৬ হাজার ১৩১টি এবং লরি চার হাজার ২৬৩টি।

মোটরযানের কর ও ফি খাতে বছরে ৮০০ থেকে ১৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয় উল্লেখ করে মন্ত্রী বলেন, কর ও ফি বাবদ ২০১৩ সালে ৮১৪ কোটি ৯৭ লাখ, ২০১৪ সালে এক হাজার ২৬ কোটি ৭৮ লাখ, ২০১৫ সালে এক হাজার ৪৭৮ কোটি ৩৩ লাখ এবং চলতি বছরের ২৫ মে পর্যন্ত ৫৪১ কোটি ৮৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা মহানগরীতে বর্তমানের মিনিবাসের পরিবর্তে বড় বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মহানগরীতে মিনিবাস ও অটোরিক্সার রেজিস্ট্রশন দেওয়া বন্ধ হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিগত সাত বছরে সারা দেশে এক হাজার ৭৮১ দশমিক ৪২ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, রেলওয়ের অবৈধ দখলভুক্ত জমির পরিমাণ চার হাজার ৩৯১ দশমিক ৩৯ একর। এর মধ্যে বেসরকারি ব্যক্তি/প্রতিষ্ঠান, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের অবৈধ দখলে রয়েছে তিন হাজার ৪৬৯ দশমিক শূন্য ৫ একর এবং সরকারি, আধা সরকারি ও সায়ত্ত্বশাসিত সংস্থার অবৈধ দখলে রয়েছে ৯২২ দশমিক ৩৪ একর।

এদিকে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রমাণিক জানান, দেশের মোট বস্ত্র চাহিদার শতকরা ৪০ শতাংশ তাঁত শিল্প হতে পূরণ হয়ে ‍থাকে।

প্রশ্নোত্তরে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানান, জনপ্রশাসন মন্ত্রনালয়াধীন মহিলা কর্মকর্তার সংখ্যা মোট এক হাজার ২১০ জন। এর মধ্যে সচিব/ভারপ্রাপ্ত সচিব সাত জন, অতিরিক্ত সচিব ৫৮ জন, যুগ্ম সচিব ১০৪ জন, ‍উপ সচিব ১৮৯ জন, সিনিয়র সহকারী সচিব ৩৩৭ জন, সহকারী সচিব ৩৮৯ জন, নন ক্যাডার সহকারী সচিব ৬ জন, দশম গ্রেডের কর্মকর্তা ২২ জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় অধীন সংযুক্ত দপ্তর/সংস্থায় ১০ম তদুর্ধ্ব গ্রেডের কর্মকর্তা ৯৮ জন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বর্তমানে (৩১ মার্চ পর্যন্ত) উচ্চ ‍আদালতে বিচারাধীন মামলার সংখ্যা চার লাখ ১২ হাজার ৯৫টি। এর মধ্যে হাই কোর্ট বিভাগে তিন লাখ ৯৯ হাজার ৩০৩টি এবং আপিল বিভাগে বিচারাধীন মামলা ১২ হাজার ৭৯২টি।

মন্ত্রী জানান, জেলা পর্যায়ে সহকারী জজ আদালত হতে জেলা ও দায়রা জজ আদালতসহ সব ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ১৮ লাখ ৯ হাজার ৪৬১টি এবং জুডিশিায়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলার সংখ্যা আট লাখ ৮৮ হাজার ৪১১টি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সংরক্ষিত আসনে অন্য যাত্রী বসা বন্ধে আইন হচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*