শিরোনাম

সন্ত্রাসবিরোধী আইনে আনসারুল্লাহ বাংলা টিম প্রধানের বিচার শুরু

নিউজ ডেস্ক : অনুমোদন জটিলতায় প্রায় দুই বছর আটকে থাকার পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ ১০ জনের ‍বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলার বিচার শুরু হয়েছে অবশেষে।

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রবিবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ‌্যগ্রহণ শুরুর জন‌্য ৪ জানুয়ারি দিন ঠিক করে দিয়েছেন।

১০ আসামির মধ‌্যে কারাগারে থাকা জসীমউদ্দিন রাহমানী, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স ওরফে বাবু ওরফে নাঈম, মো. আবু হানিফ এদিন আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আলী আজাদও আদালতে উপস্থিত হন।

বাকি ছয় আসামি মো. জাহিদুর রহমান, কাজী রেজোয়ান, কাজী নাইমুল হাসান, জুন্নুন, আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ আল আসাদুল্লাহ ওরফে পিয়াস পলাতক।

এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল জানান, আদালতে হাজির চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে সুবিচার চান। শুনানি শেষে বিচারক আদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

উগ্রপন্থী খুতবা ও বয়ান প্রচারের মাধ্যমে জঙ্গি তৎপরতায় প্ররোচিত করার অভিযোগে ২০১৩ সালের ২৫ অাগস্ট মোহাম্মদপুর থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

পরের বছর ৮ সেপ্টেম্বর পরিদর্শক আব্দুল লতিফ শেখ আদালতে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। সেখানে বলা হয়, আসামিরা দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত।

কিন্তু সন্ত্রাসবিরোধী আইনে মামলার বিচার করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ‌্যবাধকতা থাকায় মামলার কার্যক্রম আটকে যায়। সেই অনুমোদন মেলার পর গত ৮ নভেম্বর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে মামলার কার্যক্রম আবার শুরু করে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সন্ত্রাসবিরোধী আইনে আনসারুল্লাহ বাংলা টিম প্রধানের বিচার শুরু"

Leave a comment

Your email address will not be published.


*