নিউজ ডেস্ক: উত্তর কোরিয়া সমুদ্রে তিনটি মাঝারি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও সেখানে থাকা মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ায় যুগ্ম সেনাপ্রধান জানান, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত শহর হাওয়াঙজু থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।
মার্কিন সামরিক বিভাগের কর্মকর্তারা জানান, প্রথম দুটি ক্ষেপণাস্ত্র ছিল স্বল্পদৈর্ঘ্যের এবং তৃতীয়টি ছিল মাঝারি দৈর্ঘ্যের। দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্র সম্মত হওয়ার পর এই উৎক্ষেপণ পরীক্ষা চালানো হলো।
উত্তর কোরিয়ার ওপর সকল প্রকার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র বিষয়ক গবেষণার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জানুয়ারি মাসে চতুর্থ বারের মত পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। এ বিষয়টি নিয়ে বন্ধু রাষ্ট্র চীনের সঙ্গেও সম্পর্কে টানাপড়েন শুরু হয় উত্তর কোরিয়ার।
Be the first to comment on "সমুদ্রে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার"