নিজস্ব প্রতিবেদক : সরকার আসলাম চৌধুরী ও মোসাদ নামে কল্পকাহিনী তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। ভারতের যারা পলিসি মেকার তারা এ সরকারকে সমর্থন করে যাচ্ছে। সে দেশের মাটিতে কীভাবে বিএনপির কেউ এ সরকার উৎখাতের ষড়যন্ত্র করতে পারে?
রিজভী বলেন, আওয়ামী সরকারের আমলে ইসলামের উপর সবচেয়ে বেশি আক্রমণ করা হয়েছে। আওয়ামী লীগ একটি সুবিধাবাদী দল। প্রধানমন্ত্রী ওআইসি সম্মেলনে গেলেন না। অথচ একটি বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ গেলেন। তিনি বলেন, সরকার পতনের সম্ভাবনা তীব্র হওয়ার কারণেই এ সরকার জনগণের গলাটিপে ধরার জন্য একের পর এক কালো আইন করে যাচ্ছে। সরকারের বিরুদ্ধে টু শব্দ হলেই তাদের শিরদাড়া দিয়ে হীম শিতল রক্ত বইতে থাকে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন-উর রশিদ, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, মাহবুবুল হক নান্নু প্রমুখ।
Be the first to comment on "সরকার কল্পকাহিনী তৈরি করছে: রিজভী"