নিউজ ডেস্ক : অবশেষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের ধান কাটার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে ধান কাটা শুরু করে। সারা দিন ধান কাটা হবে। ধান কাটার সময় ওই এলাকায় কোনো সাঁওতালকে দেখা না গেলেও তাদের সম্মতি নেওয়া হয়েছে বলে দাবি করেছে চিনিকল কর্তৃপক্ষ। চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটার পর মাড়াই করে বস্তাজাত করে সাঁওতালদের দেওয়া হবে।
তিনি আরো বলেন, এখন ধান কাটার সময় সাঁওতালদের পক্ষ থেকে কেউ উপস্থিত না থাকলেও তাদের সম্মতিতেই এই ধান কাটা হচ্ছে। তবে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সদস্য ও সাঁওতালপল্লী মাদারপুরের গ্রামপ্রধান বার্ণাবাস টুডু জানান, এ নিয়ে একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ-আলোচানা হলেও কোনো প্রকার সমঝোতা হয়নি। এখন শুনছি মিল কর্তৃপক্ষ ধান কাটছে।
মিল কর্তৃপক্ষ অধিগ্রহণের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে গত দুই বছর থেকে সাঁওতালরা তাদের বাপ-দাদার জমি ফেরত পওয়ার জন্য আন্দোলন করে আসছে। একপর্যায়ে চলতি বছরের ১ জুলাই সাহেবগঞ্জ ইক্ষু খামারে তারা বসতি স্থাপন করে ও খামারের জমিতে চাষাবাদ করে। গত ৬ নভেম্বর তাদের উচ্ছেদ করা হয়। সাঁওতালরা খামারের মোট ১৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন। যার মধ্যে ৩০ একর জমির ধান পেকেছে। এগুলো কাটা হচ্ছে।
গত ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাতে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়, গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল ও নিহত হন তিনজন সাঁওতাল। এ ছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
Be the first to comment on "সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ"