শিরোনাম

সাংবাদিক মাহফুজুল হক খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

মঙ্গলবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, মাহফুজুল হক খান ছিলেন একজন সৎ এবং নিষ্ঠাবান সাংবাদিক। তার মৃত্যুতে দেশ একজন কর্তব্যনিষ্ঠ সাংবাদিককে হারাল। একই সঙ্গে এ পেশায় নিয়োজিত অন্যরা হারাল তাদের একজন অভিভাবক। সাংবাদিকতা শিক্ষায় নিষ্ঠাবান শিক্ষক, সাংবাদিকতা পেশার উন্নয়ন এবং সাংবাদিকতা পেশাকে দায়িত্বশীল জীবিকারূপে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

উপাচার্য মাহফুজুল হক খানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক মাহফুজুল হক খানের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক"

Leave a comment

Your email address will not be published.


*