শিরোনাম

সাইবার অপরাধে ‘জর্জরিত’ জার্মান শিল্পখাত

নিউজ ডেস্ক: শেষ দুই বছরে জার্মানির দুই তৃতীয়াংশ শিল্প প্রতিষ্ঠান ডিজিটাল অপরাধের স্বীকার হয়েছে, এমন তথ্যই দিয়েছে দেশটির আইটি, টেলিকম এবং নিউ মিডিয়া শিল্পের সংগঠন বিটকম।

রয়টার্স জানিয়েছে, সবচেয়ে সাধারণ অপরাধটি হল কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেটের মতো যন্ত্রগুলো চুরি করা। কিন্তু এক পঞ্চমাংশ প্রতিষ্ঠানের জরিপ থেকে জানা যায়, স্পর্শকাতর ডকুমেন্ট, উপাদান এবং ডিজাইন চুরিরও ঘটনা ঘটে। আর এর মধ্যে ১৮ শতাংশ প্রতিষ্ঠানের দাবি, উৎপাদনের ক্ষতি করার উদ্দ্যেশেই এই ধরনের অপরাধ করা হয়।

এই ধরনের অপরাধগুলোর জন্য জার্মানির উৎপাদন শিল্পকে বছরে ২২০০ কোটি ইউরো লোকসান গুণতে হয়, ১০ জনের বেশি কর্মী নিয়ে কাজ করছে এমন ৫০৪টি উৎপাদন প্রতিষ্ঠানকে নিয়ে বিটকম-এর করা জরিপে এমনটাই জানা যায়।

বিটকম নির্বাহী কমিটির সদস্য উইনফ্রিড হলজ বলেন, “অসংখ্য অজানা চ্যাম্পিয়নদের নিয়ে জার্মান শিল্প এখন সাইবার অপরাধী এবং বিদেশী ইন্টেলিজেন্স সার্ভিসের আক্রমণ করার জন্য আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে।” দেশটিতে শতাধিক পরিবার মালিকানাধীন ছোট মাঝারি উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, যেগুলো তাদের কাজ দিয়ে পৃথিবীতে যার যার খাতে নেতৃত্ব দিচ্ছে।

বিটকম জানায়, সাধারণ জার্মান প্রতিষ্ঠানগুলোর মধ্যে গড়ে ৫১ শতাংশ সাইবার অপরাধের স্বীকার হয়েছে। আর উৎপাদনশীল প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিমাণটা গড়ে ৬৯ শতাংশ।

যন্ত্রপাতি এবং উপকরণ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে জরিপ করা হলে জানা যায়, এগুলোর মধ্যে ৭০ শতাংশ এই অপরাধের স্বীকার হয়েছে। আর ৬৮ শতাংশ কেমিক্যাল এবং ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান, ৬৫ শতাংশ ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা এবং ৬১ শতাংশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমন অপরাধের স্বীকার হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

basic-bank

Be the first to comment on "সাইবার অপরাধে ‘জর্জরিত’ জার্মান শিল্পখাত"

Leave a comment

Your email address will not be published.


*