নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ওপর সাইবার হামলার জন্য রাশিয়াকে দোষারোপের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা বলছে, পেশাদারদের সাইবার আক্রমণের শিকার হয়েছে রুশ সরকারেরই অনেক সংস্থা।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) বরাত দিয়ে শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০টি সরকারি সংস্থার নেটওয়ার্কে ‘সাইবার স্পাইং ভাইরাস’ পাওয়া গেছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির ওপর বড় ধরনের সাইবার হামলার খবর প্রকাশ হয়, যার জন্য রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রুশ সরকার।
কারা রাশিয়ান নেটওয়ার্কে হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সে বিষয়ে কিছু বলেনি এফএসবি।
তারা বলছে, ‘পরিকল্পিতভাবে ও পেশাদারিত্বের’ সঙ্গে এই সাইবার আক্রমণ হয়েছে। এখানে রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দেশের ‘অতি গুরুত্বপূর্ণ’ অবকাঠামোগুলোকেও বেছে নেওয়া হয়েছে।
এফএসবির ভাষ্য অনুযায়ী, এই ম্যালওয়্যারের মাধ্যমে হ্যাকাররা কম্পিউটার নিয়ন্ত্রণে নিয়ে তাতে ক্যামেরা ও মাইক্রোফোন চালু, স্ক্রিনশট নেওয়া এবং কি-বোর্ডে নজরদারির মাধ্যমে কী টাইপ করা হচ্ছে তা শনাক্ত করতে পারে।
ডেমোক্রেট দলে বিবাদ ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার জন্য হিলারি ক্লিনটনের ই-মেইল ফাঁস করা হয়েছে বলে তার প্রচার শিবির থেকে অভিযোগ করা হয়।
ডেমোক্রেট দলে বিবাদ ঘটিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার জন্য হিলারি ক্লিনটনের ই-মেইল ফাঁস করা হয়েছে বলে তার প্রচার শিবির থেকে অভিযোগ করা হয়।
যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) পাশাপাশি ডেমোক্রেটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটির ওপরও সাইবার হামলার খবর এসেছে।
ডিএনসির ই-মেইল পরে উইকিলিকস ফাঁস করেছে, যাতে দেখা গেছে ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে প্রাইমারিতে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সের বিপক্ষে কাজ করেন দলের নেতারা।
রুশ হ্যাকাররা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের।
ক্রেমলিন কয়েক দফায় এ ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং প্রেসিডেন্ট পদে হিলারির প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার সঙ্গে রাশিয়ার কোনো সম্পর্ক নেই।
হিলারির প্রচার শিবির শুক্রবার বলেছে, হ্যাকাররা অন্তত পাঁচদিন ধরে বিশ্লেষণী প্রোগ্রামের সার্ভারে অনুপ্রবেশ করেছে।
ভোটার বিশ্লেষণে প্রচারণা শিবির যেসব সিস্টেম ব্যবহার করে বিশ্লেষণী তথ্য প্রোগ্রাম সেগুলোর মধ্যে অন্যতম।
সাম্প্রতিক এই সাইবার হামলার তদন্ত করছে বলে এফবিআই জানিয়েছে।
Be the first to comment on "‘সাইবার হামলার কবলে রুশ সরকার’"