শিরোনাম

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মাশরাফি

নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে ব্যক্তিগত রানের লড়াই চলে দুই বন্ধু সাকিব আল হাসান আর তামিম ইকবালের মধ্যে। তবে বেশ কিছুদিন ধরেই তিন ফরম্যাটে তামিম সবার ওপরে। কিন্তু তামিম তো বল করেন না। অলরাউন্ডার সাকিবকে তো বোলিংয়েও কারও সঙ্গে প্রতিযোগিতা করতে হবে! সেই মানুষটি হলেন বাংলাদেশের অসংখ্য মানুষের আইডল মাশরাফি বিন মুর্তজা। টাইগার ক্যাপ্টেনের সঙ্গে উইকেট সংগ্রহে ভালোই প্রতিযোগিতা চলে সাকিবের।

সাকিবকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী এখন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজ শুরুর আগে সাকিবের উইকেট ছিল ২২০টি। ১ উইকেট কম নিয়ে মাশরাফি একেবারে সাকিবের ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছিলেন। ডাম্বুলার রণগিরি স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেট পেয়েছেন মাশরাফি-সাকিব দুজনই। তবে মাশরাফি ২টি এবং সাকিব পেয়েছেন ১টি। ফলে দুজনেরই উইকেটসংখ্যা ছিল সমান ২২১টি করে।

আজ দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বোলিংয়ে এসে ইনিংসের শুরু করেন মাশরাফি বিন মর্তুজা। আগের ম্যাচের মত প্রথম ওভারে উইকেট না নিতে পারলেও নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই ফিরিয়ে দেন ওপেনার দানুশকা গুনাথিলাকাকে। একই সঙ্গে সাকিবকেও ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন বাংলাদেশ দলের অধিনায়ক। অবশ্য সাকিব আজ উইকেট পেলে পরিসংখ্যান উল্টে যেতে পারত। কিন্তু ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে সাকিব কোন উইকেট পাননি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সাকিবকে ছাড়িয়ে শীর্ষে মাশরাফি"

Leave a comment

Your email address will not be published.


*