নিউজ ডেস্ক : সামাজিক অবিচার ও বৈষম্যের কারণে সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদের উত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সাধারণ সম্পাদক মার্টিন চুংগং। শুক্রবার সকালে আইপিইউ সম্মেলন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আইপিইউ মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। চুংগং বলেন, পৃথিবীতে এখনও রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য রয়েছে। সামাজিক অবিচার ও বৈষম্য পৃথিবীতে জঙ্গিবাদ উত্থানের অন্যতম কারণ। সাম্প্রতিক সময়ে দেশে-দেশে জঙ্গিবাদের উত্থানকে বিচারহীনতার সংস্কৃতিকেও দায়ী করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীসহ অন্যরা। বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য রয়েছে। বৈষম্য নিরসনে এবারের আইপিইউ সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানান তারা। শনিবার ১৩৬তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে এ বিষয়ে বির্তক অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ শুধু সামরিক শক্তি দিয়েই মোকাবেলা করা ঠিক হবে না। কেন এই সন্ত্রাস জঙ্গিবাদের সৃষ্টি হচ্ছে, তার কারণ খুঁজে বের করতে হবে। তিনি জানান, এবারের সম্মেলনে সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ পাবেন। সেখানে বাংলাদেশকে ব্রান্ডিং করার একটি বড় সুযোগ থাকবে। এমন অনেক দেশ আছে যেসব দেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন নেই। সেসব দেশের প্রতিনিধিরাও থাকছেন। ফলে কূটনৈতিক সম্পর্ক তৈরিতেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Be the first to comment on "সামাজিক অবিচার ও বৈষম্যে জঙ্গিবাদের উত্থান"