নিউজ ডেস্ক : বিতর্কে থাকাটাই তাঁর স্বভাব। সেটা ক্রিকেট হোক কিংবা বলিউড। কান্দিল বালোচের দেশের আরও এক মডেল এবার আবার বিতর্কে তাঁর খোলামেলা জীবন যাপনের জন্য। আফ্রিদিকে নিয়ে এই মডেলের নাম বারবার খবরের শিরোনামে এসেছে। এবার ইনি নিজেকে জড়িয়ে নিলেন বলিউড তারাকা সালমান খানের সঙ্গে। আরশি খান। নিজের টুইটার অ্যাকাউন্টে উত্তেজক ছবি আপলোড এই প্রথম নয়। তবে ‘সালমানের জন্য’ আরশি ‘অনলি ইন টু পিস’। নিজের ‘নগ্নাবস্থা’র ছবি পোস্ট করে তিনি সালমান খানকে ট্যাগ করেছেন। ট্যাগ করেছেন ভারতের বৃহৎ প্রচলিত কিছু সংবাদমাধ্যমকেও। জি নিউজকেও নিজের নগ্ন ছবি ট্যাগ করেছেন আরশি!
অনেকেই মনে করছেন স্রেফ প্রচারে থাকতেই আরশি খান এমন সব কাণ্ড ঘটিয়ে চলেছেন। – সূত্র : জিনিউজ
সালমান খানের জন্য নগ্ন হলেন আরশি

Be the first to comment on "সালমান খানের জন্য নগ্ন হলেন আরশি"