শিরোনাম

সিরাজগঞ্জে জেএমবি’র ৪ মহিলা সদস্য আটক

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশ আজ রবিবার ভোরে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লা থেকে ৪ নারী জেএমবি সদস্যকে আটক করেছে। আটককৃত জেএমবি সদস্যরা হলেন- বগুড়া জেলার শাহজাহানপুর থানার খালিদ হাসানের স্ত্রী হাবিবা আকতার মিশু (১৮), বগুড়া জেলার একই উপজেলার পড়ানবাড়িয়া গ্রামের সুজন আহমদ বিজয়ের স্ত্রী রুমানা আকতার রুমা (২১), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ দক্ষিন পাড়া গ্রামের মামরুল ইসলাম সরদারের স্ত্রী রুনা বেগম (১৯) এবং সিরাজগঞ্জের সলঙ্গাথানার বাদুল্ল¬াপুর গ্রামের মৃত মাহবুবুর রহমানের স্ত্রী তাবাসুম রানী (৩০)।

আটককৃতদের কাছ থেকে ৬টি ককটেল, গ্রেনেড তৈরি উপকরন, ১০টি ছোট সার্কিট বোর্ড, ৪টি ফিউজ, ৪টি কানেকটর ক্লিপ সহ বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়েছে। এ সময় আটককৃতদের সাথে থাকা ৪জন শিশুকেও নিয়ে আসা হয়। তারাও পুলিশ হেফাজতে রয়েছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুর উত্তরপাড়া মহল্ল¬ার হুকুম আলীর বাড়ি ভাড়া নিয়ে গত ১ মে থেকে এখানে জেএমবি সদস্যরা অবস্থান করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রবিবার ভোর রাতে এই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিত টের পেয়ে তারা ঘরের আলো বন্ধ করে চুপ করে থাকে। পরে পুলিশ বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের হাতে নাতে আটক করে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, আটককৃতরা শহরে বড় ধরনের নাশকতা করার জন্য এখানে অবস্থান নিয়েছিলো। তবে পুলিশের গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে আটক করে তাদের সকল পরিকল্পনা নসাৎ করে দিতে পেরেছে।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে জেএমবি’র ৪ মহিলা সদস্য আটক"

Leave a comment

Your email address will not be published.


*