শিরোনাম

সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২

নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন।

বুধবার ভোরে কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পশ্চিমপাড় থানার ওসি রকিবুল ইসলাম জানান।

নিহত ইসলামের বাড়ি পঞ্চগড়ে। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি বলেন, ভোর ৬টার দিকে পাথারবোঝাই একটি ট্রাক পঞ্চগড় থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীতমুখী আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

“ওই সময় উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই দুটি বাহনকে ধাক্কা দিলে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রাকের চালক ইসলামসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।”

দুর্ঘটনার পর মহাসড়কে দুই পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়।

ক্ষতিগ্রস্ত তিনটি ট্রাকই থানায় রাখা হয়েছে বলে জানান ওসি। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে তিন ট্রাকের সংঘর্ষ, চালকসহ নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*