নিউজ ডেস্ক : চলতি শ্রীলঙ্কা সফরে ৪টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১টিতে হেরেছে বাংলাদেশ। এক টেস্ট ও এক ওয়ানডেতে টানা জয়। দ্বিতীয় ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আফসোসের শেষ নেই টাইগারদের। সিরিজ নিশ্চিত করার পাশাপাশি লঙ্কানদের হোয়াইটওয়াশ করার সুযোগ নষ্ট করে দিল বৃষ্টি। এখন শেষ ম্যাচ হয়ে গেছে অঘোষিত ফাইনাল। বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয় আর লঙ্কানদের লক্ষ্য সিরিজ ড্র করা। এমতাবস্থায় টাইগার কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে জানালেন, সিরিজ জয়ের ব্যাপারে শিষ্যদের নিয়ে তিনি খুব আশাবাদী।
আজ কলম্বোতে প্র্যাকটিস সেশনে কোচ বললেন, “জিতলে সবকিছুই দেখতে ভালো লাগে। গল টেস্টে হারের পর গত কয়েক ম্যাচে সবচেয়ে বড় পরিবর্তন দেখেছি ছেলেদের শরীরি ভাষা ও প্রচেষ্টায়। হারার পর নিজেরা বসেছিল, খুব ভালো সাড়া দিয়েছে। গত ওয়ানডেতে প্রথম ১০ ওভারের পর একটু গা ছাড়া ভাব ছিল, পরে ওই প্রচণ্ড গরমের মধ্যেও ভালো করেছে। ”
প্রথম ওয়ানডেতে ৩২৪ রান করে শ্রীলঙ্কাকে ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল মাশরাফি বাহিনী। দ্বিতীয় ওয়ানডেতে ৩১২ রানের টার্গেট পেয়েছিল। ক্যারিয়ারে প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছেন তরুণ স্পিডস্টার তাসকিন আহমেদ। লক্ষ্যাটা বড় হলেও তাতে না পৌঁছার কোনো কারণ দেখছেন না কোচ হাথুরুসিংহে এবং অধিনায়ক মাশরাফি। বৃষ্টিতেই হয়তো কপালটা পুড়ল। যাই হোক, প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এখন চিন্তা আগামী শনিবার অনুষ্ঠিতব্য পরবর্তী ম্যাচ নিয়ে।
হাথুরুসিংহে বললেন, “আমরা খুবই আত্মবিশ্বাসী। সবকিছু যদি ঠিকঠাক করতে পারি, তাহলে আমরা শেষ ম্যাচেও ভালো করব। দেশের মাটিতে ওরা সব সময়ই দারুণ শক্তিশালী। সিরিজে একটি ম্যাচও জেতেনি ওরা, এ রকম শেষ কবে হয়েছে মনে করতে পারছি না। আমরা তাই ভালো অবস্থানে আছি। এখান থেকে সিরিজ হারছি না। ওদের ভালো খেলতে হবে; আমাদেরও সেরাটা খেলতে হবে। “
Be the first to comment on "সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হাথুরুসিংহে"