নিউজ ডেস্ক॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে যা যা প্রয়োজন সরকার তাই করছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশ অনন্য উচ্চতায় পৌঁছেছে, এর মাধ্যমে পরনির্ভরশীলতা দূর হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, গত ১০ বছরে দেশের জন্য আমরা অন্তত কিছু কাজতো করেছি। সেটা একটু প্রচার করবেন। যেটুকু ভালো কাজ করেছি সেটুকু প্রচার করুন, এটুকু আমি চাইতেই পারি। সরকারের বিরুদ্ধে কথা না বললে আকর্ষণ থাকবে না, এমন ধারণা প্রচলিত আছে। সেটা করতে পারেন, তাতে আমার কোনও সমস্যা নেই। তবে মিথ্যা অপপ্রচার যেন না হয়।
এমন কিছু করবেন না, যাতে মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এজন্য সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
Be the first to comment on "সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী"