নিউজ ডেস্ক : মুক্তির অপেক্ষায় থাকা ‘ওয়াজা তুম হো’ ছবিতে কালজয়ী ‘পাল পাল দিল কে পাস’ গানটি গেয়েছেন অরিজিত সিং। কিন্তু সুরকার অভিজিত ভাগানি গানটিতে এমনভাবে পরিবর্তন এনেছেন যে নিজের কণ্ঠটাই অচেনা লাগছে অরিজিতের। তাই এবার সুরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।
অরিজিত সিং ছবির সুরকারের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। এভাবে মিউজিক ট্র্যাকের কন্ঠস্বর বদলে সুরকার তাকে ঠকিয়েছেন বলে দাবি অরিজিতের। অরিজিত জানান, সুরকার হয়তো কয়দিন পরে এমন পরিবর্তন আনবে যে, মনেই হবে না তিনি গানটি গেয়েছেন।
অরিজিত বলেন, সুরকার অনেক দক্ষ হতে পারেন। কিন্তু তার সঙ্গে এটাই আমার শেষ কাজ। টিউন এভাবে পরিবর্তন করায় গানটিকে অবমাননা করা হয়েছে।
‘ওয়াজা তুম হো’ ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ২ ডিসেম্বর। ভুষণ কুমারের প্রযোজনায় এতে অভিনয় করেছেন সানা খান, গুরমিত চৌধুরী, শারলিন চোপড়া।
Be the first to comment on "সুরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ অরিজিতের"