শিরোনাম

সেক্স করতে মন চাইলেই করবো-শ্রীলেখা

নিউজ ডেস্ক: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবেদনময়ী অভিনেত্রীর পাশাপাশি কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা।

শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। শ্রীলেখা বলেন, ‘বিয়ে বা লিভ টুগেদার কোনোটাই আমি করব না। একা থেকে এই স্পেসটা উপভোগ করতে শুরু করেছি। যেখানে আমিই আমার বস। আসলে আমার মোমেন্টারি ভালো লাগাটা হতে পারে। আর ভালো লাগলে যা যা হয়, সবই হতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমার পাশে হয়তো চার-পাঁচজন পুরুষ বন্ধুকে দেখছেন। কিন্তু সত্যিই আমার কেউ নেই। তবে এ জন্য কোনো হা-হুতাশও নেই। আমার খিদে পেলে খাব, ঘুম পেলে ঘুমাব, শরীরী চাহিদা থাকলে তা পূরণ করব। তার জন্য প্রেম করতে হবে, এর কোন মানে নেই। এ জন্য আকর্ষণ বা ভালো লাগাই যথেষ্ট। তবে এতে দুজনের সায় থাকতে হবে।’

মেয়েকে নিয়ে তার একার সংসার ঠিকঠাক মতো চললেও মনের গভীরে যেন এক শূন্যতা রয়েই গেছে। তার বক্তব্য মূলত সে কথাই বলছে। শ্রীলেখা বলেন, ‘সত্যি বলতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তারা ব্র্যান্ড শ্রীলেখাকে পছন্দ করে। কিন্তু মানুষ শ্রীলেখাকে ক’জন জানতে চায়? কিংবা তার চোখের কোণের কালিটা কজন দেখতে পায়?’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সেক্স করতে মন চাইলেই করবো-শ্রীলেখা"

Leave a comment

Your email address will not be published.


*