শিরোনাম

সেলফি’তে মজেছে কারিনার মন!

নিউজ ডেস্ক : সময়টাই এখন সেলফি’র। সেলফি’তে কার না মন গলে? সম্প্রতি জানা যায়, প্রতি ৫ থেকে ১০ মিনিট পরপরই নাকি সেলফি তোলেন করিনা কাপুর। ভাবতে পারেন, এতটাই সেলফি’তে অবস্থ তিনি! হাঁ। শেষ কবে নিজের ছবি তুলেছেন? এমন প্রশ্নের জবাবে করিনা জানান, ‘‘আমি তো সেলফি-কুইন! সারাক্ষণই নিজের দিকে ফোন-ক্যামেরা তাক করে থাকি’’!

জানা যায়, বিভিন্ন অনুষ্ঠান, ক্যাজুয়্যাল হ্যাং-আউট বা এদিক-সেদিক সুযোগ ফেলেই করিনা একটি হলেও সেলফি তুলবেন। কারণ সেলফি’তেই এখন মজেছে কারিনার মন।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সেলফি’তে মজেছে কারিনার মন!"

Leave a comment

Your email address will not be published.


*